top of page
নিজেকে দ্বগ্ধ করে অন্যকে সুবাসিত করার আনন্দ চিরকালই বিরাজমান এই ধুপশিখার মাঝে।
কখনও হয় না ক্লান্ত, হয় না মনক্ষুন্ন, তাই শিখা দিয়েই প্রজ্জলিত করে এক আলোকিত ভূবন।
ধুপের সুবাসে সুবাসিত হয় প্রতিটি ক্ষণ। তাই এই ধুপশিখা দিয়েই শুরু হলো আমার কাব্য জগতে পদচারণা।
সবার আশীর্বাদ কামনা করছি।
The pleasure of pleasing others by burning itself is always in the nature of Dhupshikha. It is never tired, never frustrated, so it illuminates a bright universe with it's flame. Every moment it is scented by the fragrance of Dhup. So the beginning of my poetic world is with Dhupshikha. I wish everyone's blessing.
bottom of page